ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে ২-২ ব্যবধানে সমতা আনলো পাকিস্তান

প্রকাশিত : ১৮:২২, ১৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:২২, ১৫ আগস্ট ২০১৬

লন্ডনে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে ২-২ ব্যবধানে সমতা আনলো পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে মাত্র ৪০ রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে সহজ জয় তুলে নেয় মিসবাহ বাহিনী। দলের পক্ষে সামি আসলাম ১২ ও আজহার আলী অপরাজিত ছিলেন ৩০ রানে। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩২৮ রানের জবাবে ৫৪২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। ইনিংসে ২১৮ রান করেন ইউনুস খান। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫৩ রানে থেমে যায় ইংলিশদের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন ইউনুস খান আর সিরিজ সেরা হয়েছেন মিসবাহুল হক ও ক্রিস ওকস।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি