ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশাল, ঠাকুরগাও ও পাবনায় ৩ জন নিহত

প্রকাশিত : ১৪:০১, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:০১, ১৬ আগস্ট ২০১৬

বরিশালের একটি লঞ্চের কেবিন থেকে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছে আরেক গৃহবধু। পাবনার সাথিয়ায় এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বরিশালে লঞ্চ থেকে উদ্ধার হওয়া নিহত গৃহবধুর নাম মিনা। এ ঘটনায় নিহতের স্বামী আনিস, চাচাতো ভাই কালাম ও বন্ধু তুষারকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আনিস ও স্ত্রী মিনা পারাবত-১০ লঞ্চটি করে কুয়াকাটা যাচ্ছিল। রাতে কেবিনে আনিসের চাচাতো ভাই ও সহযোগীকে প্রবেশ করে। হত্যাকান্ডের পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যাত্রীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এদিকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গ্রাম্য বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পারভিন বেগম নামে এক গৃহবধু নিহত হয়েছেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি