ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৫৮

প্রকাশিত : ১৬:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

Nigeriaনাইজেরিয়ায় বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে দুই নারীর আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৫৮ জন। বর্নো প্রদেশের মাইদুগুরি থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে দিকওয়া নামে এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গেল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটলেও বুধবার রাতে এ খবর জানতে পারে কর্তৃপক্ষ। এতে আহত হয়েছে আরো ৭৮ জন। হামলাকারীদের মধ্যে আরো এক নারী ছিল, পরে তাকে আটক করা হয়। গেল সপ্তাহে ওই এলাকায় বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী। এরই জবাব দিতে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন বাসিন্দারা। এরআগে গেল ৩১শে জানুয়ারি মাইদুগুরির কাছে দালোরি গ্রামে বোকো হারামের হামলায় ৮৫ জনের প্রাণহানি ঘটে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি