ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুলশানের বিশেষ রিকশা ও শীতাতপনিয়ন্ত্রিত বাস ভাড়া বেশি

প্রকাশিত : ১০:৫৮, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:৫৮, ১৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

গুলশান হামলার পর এ এলাকায় চালু হওয়া বিশেষ রিকশা ও শীতাতপনিয়ন্ত্রিত বাস সার্ভিস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন যাত্রীরা। এই বিশেষ ব্যবস্থার ফলে গুলশান এলাকার নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি যানজট কমবে বলে মনে করছেন তারা। তবে ভাড়া বেশি নেয়ার অভিযোগ তুলেছেন অনেকে। গত ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পরে কাকলী, বনানী ও গুলশান এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। সমস্যা সমাধানে গেলো বুধবার চালু হয় বিশেষ রিকশা ও বাস। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পুলিশের সহায়তায় গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির উদ্যোগে বিভিন্ন রুটে শীতাতপনিয়ন্ত্রিত ‘ঢাকা চাকা’ নামের বাস সেবা চালু হয়। আয়েশি এমন পরিবহন পেয়ে খুশি যাত্রীরা। তবে অতিরিক্ত বাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগও আছে কারো কারো। চালকদের গায়ে বিশেষ পোষাক, গলায় পরিচয়পত্র দিয়ে চালু হয়েছে বিশেষ রিক্সা সেবা। এমন সার্ভিস পেয়ে যাত্রীরাও জানিয়েছেন স্বস্তির কথা। বিভিন্ন গন্তব্যের ভাড়া নির্ধারণ করে বানানো তালিকা  রিকশায় লাগিয়ে দেয়ায় খুশি চালকরাও। যেকোনো তথ্য বা অভিযোগ জানানোর জন্য প্রতিটি রিকশায় দেওয়া আছে একটি হটলাইন নম্বরও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি