ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নির্বাচন কমিশনে আয়-ব্যায়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি

প্রকাশিত : ১৪:৪৪, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৪৪, ১৬ আগস্ট ২০১৬

নির্বাচন কমিশনে ২০১৫ সালের আয়-ব্যায়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। মঙ্গলবার দুপুরে কমিশন সচিবালয়ে হিসাব জমা দেন দুই দলের প্রতিনিধিরা। আওয়ামী লীগের আয়ের চেয়ে ব্যয় বেশী থাকলেও ঘাটতিতে রয়েছে বিএনপি। অনুদান, দলীয় প্রকাশনা বিক্রি, বাৎসরিক চাঁদা ও মনোনয়ন পত্র বিক্রিকে দলীয় আয়ের উৎস বলে জানিয়েছেন দুই দলের নেতারাই। ৩১শে আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোকে বাৎসরিক নিরীক্ষা জমা দেয়ার সময় বেধে দিয়েছে নির্বাচন কমিশন। সময় শেষ হওয়ার আগেই কমিশন সচিবালয়ে হিসাব জমা দিলো দেশের প্রধান দুই দল। প্রথম হিসাব জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিরা। পরে আসে বিএনপির প্রতিনিধি দল। ২০১৫ সালে আওয়ামী লীগের আয় দেখানো হয়েছে ৭ কোটি ১১ লাখের কিছু বেশি টাকা। আর ব্যায় ৩কোটি ৭২ লাখ ৮১ হাজার চারশ টাকা। এবারো দলটির বেশ কিছু অর্থ উদ্বৃত্ত রয়েছে। অন্যদিকে বিএনপির আয় ছিল ১ কোটি ৭৩ লাখ টাকা, আর ব্যয় ১ কোটি ৮৭ লাখ টাকা। ঘাটতি পূরণ করা হয়েছে আগের বছরের উদ্বৃত্ত আয় থেকে। নির্বাচন কমিশন সচিব দুই দলের প্রতিনিধিদের কাছ থেকে আয়-ব্যয়ের হিসাব গ্রহণ করেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি