ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আ জ ম নাছির উদ্দিনকে শো-কজের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ১৮:১১, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১১, ১৬ আগস্ট ২০১৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনকে শো-কজের প্রতিবাদে মানববন্ধন করেছে সিটি কর্পোরেশনের ঠিকাদাররা। মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে মানব বন্ধন ও সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রামের উন্নয়নে যারা বিশ্বাস করে না তারা উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে। বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক হলেও, কিছু অসাধু ব্যাক্তির কারনেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবার কাংখিত বরাদ্ধ পায়নি। এসব চিহ্নিত দুর্নীতিবাজদের প্রতিরোধে নগরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মো. হাসনী, ঠিকাদার সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি