ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ছয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন

প্রকাশিত : ১৯:১৪, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০১৬

ছয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন করার তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আগামী ২২শে মার্চ শুরু হয়ে ৪ঠা জুন শেষ হবে স্থানীয় সরকারের তৃনমূল পর্যায়ের এ নির্বাচন। তবে নির্বাচন কমিশনের আঞ্চলিক অফিস থেকে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ। ecদেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ায় নির্বাচনের প্রস্ততি নিয়েছে নির্বাচন কমিশন। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার ভোট হবে ৬ ধাপে। নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে  উপকুল অঞ্চলকে প্রাধান্য দিয়ে ২২ শে মার্চ ৭৫২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। আর শেষ হবে ৪ঠা জুন । এই নির্বাচন কমিশনার আরো বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন করতে চান তারা। পুলিশ ও প্রশাসনসহ কেউ অনিয়ম করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারীও দেন তিনি। গনমাধ্যম কর্মীরা নির্বিঘ্নে  নির্বাচনের খবর সংগ্রহ করতে পারবে, তবে কেন্দ্রে দীর্ঘ সময় অবস্থান করতে পারবে না বলেও জানান নির্বাচন কমিশনার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি