যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশী নিহতের ঘটনায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ
প্রকাশিত : ১২:১৩, ১৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:১৩, ১৭ আগস্ট ২০১৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশী নিহতের ঘটনায় এবার পূর্ব পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে মার্কিন নাগরিকের অস্কার মোরেলের বিরুদ্ধে। স্থানীয় সময় মঙ্গলবার কুইন্সের আদালতে হাজির করা হয় তাকে। খুন, অবৈধভাবে অস্ত্র বহনসহ তিনটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এদিকে শুনানির সময় আদালত চত্ত্বরের বাইরে অপরাধীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে কুইন্সবাসী।
নিউইয়র্কের কুইন্সে দুই বাংলাদেশী হত্যার ঘটনায় স্থানীয় সময় মঙ্গলবার আদালতে হাজির করা হয় মার্কিন নাগরিক অস্কার মোরেলকে। এবার তার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে ইচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র বহন এবং আঘাতের পর পালিয়ে যাবার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
প্রসিকিউটর জানান, দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন সাজা ভোগ করতে হবে অস্কার মোরেলকে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অস্কার মোরেল।
শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে। পরবর্তী শুনানির দিন নির্ধারণ হয় আগামী বৃহস্পতিবার।
এদিকে দুই বাংলাদেশী হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে কুইন্সের স্থানীয়রা। শুনানির সময় আদালতের বাইরে দোষীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে তারা। উপস্থিত ছিলেন নিহতের স্বজনরাও।
গেলো শনিবার কুইন্সে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আল ফুরকান জামে মসজিদের ইমাম আলালউদ্দিন আকুঞ্জ ও তার সহকারী তারাউদ্দিনকে।
আরও পড়ুন