ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অবশেষে ঢাকায় নিয়ে আসা হলো মাগুরার ‘বৃদ্ধ শিশু’ কে

প্রকাশিত : ১২:২৫, ১৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:২৫, ১৭ আগস্ট ২০১৬

অবশেষে ঢাকায় নিয়ে আসা হলো মাগুরার ‘বৃদ্ধ শিশু’ বায়েজিদ শিকদারকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে তার চিকিৎসা। রহস্যময় কারণে মাত্র ৪ বছর বয়সেই শরীরের চামড়া বৃদ্ধদের মতো ঝুলে যায় বায়েজিদের। চিকিৎসক জানান, পরীক্ষা নিরীক্ষা চলছে, এখনও রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। আর শিশুটিকে বিনামুল্যে চিকিৎসা দেয়ার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তখন বেলা দেড়টা। এক্সরে শেষে হাসপাতালের বিছানায় ফিরে ক্ষুধা লেগে যায় শিশু বায়েজিদের। বাদাম খেতে বসে; যেনো সময় নেই ছিলে খাবার, পুরোটাই দেয় মুখে। আশেপাশে মানুষ দেখে কিছুটা বিরক্তও, কিছুক্ষণ পর অবশ্য খুনসুুটিতে মেতে উঠে বাবার সাথে। মার মুখ অন্ধকার, কপালজুড়ে রাজ্যের চিন্তা। একটাই চাওয়া, সন্তানের সুস্থতা। বাবা লাবলু সিকদার বলেন, জন্মের সময়েই সে বৃদ্ধ চেহারা নিয়ে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ট হয়।  তবে অন্য সব শিশুদের মতো বায়েজীদও ভাত-মাছ খেতে পছন্দ করে। খেলতে ভালবাসে ফুটবল, ক্রিকেট। চিকিৎসক জানান, রোগটি প্রোজেরিয়া ভাবা হলেও আসলে তা নয়। রোগ নির্ণয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। জিনঘটিত রোগ হতে পারে এটি। অসুস্থ শিশু বায়েজিদ বলে, হাসপাতাল তার ভাল লাগেনা, নতুন জামা পরে ফিরতে চায় বাড়ি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি