ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ঢাকা বিভাগকে আরো ছোট করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬:০০, ১৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:০০, ১৭ আগস্ট ২০১৬

ঢাকা বিভাগকে আরো ছোট করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসেবাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে দোরগোড়ায় পৌছে দিতে এই পরিকল্পনা বলে জানান তিনি। সকালে নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত সভায় তিনি ভবিষ্যত চিন্তা করে উন্নয়ন পরিকল্পনা নেবার তাগিদ দেন। ঢাকা বিভাগ ভেঙ্গে সদ্য গঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনসেবা নিশ্চিত করতে ও স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করতে প্রশাসনিক কাঠামোগুলো ছোট আকারে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে সরকার। ঢাকা বিভাগকে আরো ছোট করারও পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি। দেশের ভবিষ্যত উন্নয়নে সূদুরপ্রসারী পরিকল্পনা নেবার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় আবাসিক, শিল্পকলখানাসহ সবখানে পর্যাপ্ত জলাধার গড়ে তোলারও আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি