ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ

প্রকাশিত : ১১:৫০, ১৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৫০, ১৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

আজ উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের অনুলিপি তুলে দেবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনের পর বেলা ২টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের জিপিএ’র সঙ্গে বিষয়গুলোর নম্বরও জানিয়ে দেওয়া হবে। এবছর আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি