ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মিটার রিডার নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি পল্লী বিদ্যুৎ সমিতি ঐক্য পরিষদের

প্রকাশিত : ১৪:৩৩, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৩৩, ১৯ আগস্ট ২০১৬

রিডার নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি পল্লী বিদ্যুৎ সমিতি ঐক্য পরিষদের বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি ঐক্য পরিষদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সমিতির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, বিনা কারণে সমিতির শ্রমিকদের চাটাই করে নতুনভাবে নিয়োগ বাণিজ্য মেতেছে কতিপয় কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে অসংখ্য শ্রমিকদের পরিবার অসহায় পড়বেন। উক্ত নিয়োগ প্রক্রিয়া বাতিলসহ বেশ কয়েকটি তুলে ধরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি