ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

বিএনপি সন্ত্রাসী ও জঙ্গীদের মদদ দিচ্ছে অভিযোগ করলেন তোফায়েল আহমেদ

প্রকাশিত : ১৪:৩০, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৩০, ১৯ আগস্ট ২০১৬

বিএনপি এখনো সন্ত্রাসী ও জঙ্গীদের মদদ দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন আওয়ামী লীগ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। তোফায়েল আহমেদ বলেন, বিএনপির সেই ধ্বংসাত্মক অবরোধ কর্মসূচি আজো তারা প্রত্যাহার করেনি। তাই তাদের সাথে কোন আলোচনা বা ঐক্য হতে পারেনা বলে মন্তব্য করেন তিনি। মধ্যবর্তী নির্বাচনেরও কোনো সুযোগ নেই বলে জানান বাণিজ্যমন্ত্রী। স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করে জাতির আশা আকাংখা ধ্বংস করতে চেয়েছিল বলে জানান তোফায়েল আহমেদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি