ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

২০০ মিটারের স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন উসাইন বোল্ট, ৩৫টি স্বর্ণসহ ১শ’ পদক নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৫:০১, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:০৫, ১৯ আগস্ট ২০১৬

রিও অলিম্পিকে ২০০ মিটারের স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন জ্যামাইকার উসাইন বোল্ট। বেইজিং, লন্ডনের পর রিওসহ টানা তিন অলিম্পিকে স্বর্ণ জিতলেন এই গতি দানব। ব্যাডমিন্টনে স্বর্ণ জিতে অলিম্পিক ইতিহাস গড়েছে জাপান। আর হকিতে স্বর্ণ তুলে নিয়েছে আর্জেন্টিনা। অলিম্পিকের ১৩তম দিন শেষে ৩৫টি স্বর্ণসহ একশ’ পদক নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। টানা তিনটি অলিম্পিকে ১০০ মিটার জয়ের হ্যাটট্রিক করেছিলেন আগেই। এবার পুরুষদের ২০০ মিটারেও হ্যাটট্রিক করলেন গতি দানব উসাইন বোল্ট। রিওতে ২০০ মিটারের স্প্রিন্টে স্বর্ণ জিতেন বোল্ট। তাঁর সময় লেগেছে ১৯ দশমিক সাত আট সেকেন্ড। ব্যাডমিন্টনে স্বর্ণ জিতে ইতিহাস গড়লো জাপান। ডেনমার্ককে হারিয়ে মেয়েদের দ্বৈতে স্বর্ণ পেয়েছেন জাপানের মিসাকি মাতসুতোমো ও আইয়াকা তাকাসি। অলিম্পিক ইতিহাসে ব্যাডমিন্টনে জাপানের এটাই প্রথম স্বর্ণ পদক। তিন ডিসিপ্লিনে সম্মিলিত ছেলেদের ট্রায়াথলনে ৫৫ জন প্রতিযোগির মাঝে দেড় কিলোমিটার সাঁতার, ৪০ কিলোমিটার সাইক্লিং ও ১০ কিলোমিটার দৌঁড়ে প্রথম হয়েছেন ব্রিটেনের অ্যালিস্টার ব্রাউনলি। আর রৌপ্য পেয়েছেন তাঁরই ছোট ভাই জনি ব্রাউনলি। অলিম্পিক হকিতে প্রথম স্বর্ণ পেয়েছে আর্জেন্টিনা। পুরুষ বিভাগের ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৪-২ গোলে জয় পায় দক্ষিণ আমেরিকার দেশটি। ছেলেদের ৪৭০ সেইলিংয়ে অস্ট্রেলিয়া ও গ্রিসকে পেছনে ফেলে প্রথম হয়েছে ক্রোয়েশিয়া। স্বর্ণ জিতেছেন সিমে ফানতেলা ও ইগর মারেনিক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি