ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ,সমাবেশ এবং দু:স্থদের মধ্যে বিনা মুল্যে চাল বিতরণ

প্রকাশিত : ১৮:২৯, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:২৯, ১৯ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে আলোচনা সভা, সমাবেশ এবং দু:স্থদের মধ্যে বিনা মুল্যে চাল বিতরণ করা হয়। নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় মহানগর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা। এতে অতিথি ছিলেন নগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। পরে দুঃস্তদের মধ্যে চাল বিতরণ করা হয়। এদিকে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি