জাপান-বাংলাদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালককে হাইকোর্টে তলব
প্রকাশিত : ২০:২৮, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:২৮, ১১ ফেব্রুয়ারি ২০১৬
মৃত শিশুকে ভর্তি রেখে টাকা আদায়ের ঘটনায় জাপান-বাংলাদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ওষুধ প্রশাাসন অধিদপতরের পরিচালককে তলব করেছে হাইকোর্ট। আগামী ২২শে ফেব্রুয়ারি তাদেরকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। মৃত শিশুকে ভর্তি রেখে টাকা আদায়সহ নানা অনিয়মের দায়ে বুধবার রাজধানীর ঝিগাতলার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল হাসপাতালের ছয়জনকে আটক ও সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনকে স্কয়ার হাসপাতালে ভুল চিকিৎসা দেয়ার ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন একই আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেয়। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে আগামী দুই মাসের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আরও পড়ুন