ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

খুলনা -কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচলের লক্ষ্যে কাজ করে যাওয়ার কথা জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত : ১৯:০৩, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:০৩, ১৯ আগস্ট ২০১৬

আগামী বছরের প্রথম দিকেই খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর লক্ষ্যে কাজ করে যাওয়ার কথা জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। শুক্রবার দুপুরে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে মতবিনিমিয় সভায় এ কথা জানান হাইকমিশনার। সেসময় তিনি বলেন, বেনাপোল বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম আরো জোরালো ও উন্নত করতে উভয় দেশ একসাথে কাজ করছে। বাংলাদেশী ছোট বড় সব ধরনের ব্যবসায়ীদের ৫ বছরের ভিসা দিতে শিগগিরই যশোরে ভিসা কেন্দ্র স্থাপনের কথাও জানান ভারতীয় হাইকমিশনার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি