ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পদত্যাগ করেছেন ট্রাম্পের প্রচারণা কমিটির চেয়ারম্যান

প্রকাশিত : ১১:৩৩, ২০ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৩৩, ২০ আগস্ট ২০১৬

পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা কমিটির চেয়ারম্যান পল ম্যানাফোর্ট। দায়িত্ব নেয়ার মাত্র দুই মাসের মাথায় পদত্যাগের এই ঘটনা ঘটল। রুশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে পলের বিরুদ্ধে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। নির্বাচনী জরিপে ক্রমশ পিছিয়ে পড়া এবং ট্রাম্পের বেফাঁস মন্তব্যের জন্যই পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন পল। এদিকে, পদত্যাগকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কনভেনশন পরবর্তী সময়ে এই দলনেতার কার্যক্রম এবং প্রচারণা কৌশলেরও প্রশংসা করেন ট্রাম্প।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি