ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রংপুরে পুলিশের বিরুদ্ধে যুবক  হত্যার অভিযোগ

প্রকাশিত : ১১:৩৫, ২০ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৩৫, ২০ আগস্ট ২০১৬

রংপুরের মাহিগঞ্জে পুলিশের বিরুদ্ধে নুরুন্নবী নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার ভোরে মাহিগঞ্জের বালাটারী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, গভীর রাতে কোতয়ালী থানার এসআই তারেক ও তোফাজ্জলের নেতৃত্বে একদল পুলিশ নুরুন্নবীর বাসায় যায়। তার ছোট ভাই গোলজারকে হাতকড়া পরিয়ে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করে। বেদম মারধোর করা হলে ৮০ হাজার টাকা দেয়া হয়। এ’সময় নুরুন্নবীকেও মারধোর করে তারা। এতে ঘটনাস্থলেই মারা যান নুরুন্নবী। তবে, এ’ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোতয়ালী থানার ওসি। নুরুন্নবীকে হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি