ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

উন্নয়নে বাঁধা সৃষ্টি করতেই একের পর এক মানুষ হত্যা করছে দেশ বিরোধিরা

প্রকাশিত : ১৭:৩৯, ২০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:৩৯, ২০ আগস্ট ২০১৬

সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টি করতেই দেশ বিরোধিরা একের পর এক মানুষ হত্যা করছে বলে মন্তব্য করেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে চট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাবের ১৫তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ড. বিপ্লব ভট্টাচার্যের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন রোটারি গর্ভনর শহীদ চৌধুরী, প্রফেসর ড. তৈয়ব চৌধুরী, আবদুল আহাদসহ অন্যরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি