ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রিও অলিম্পিকে স্বর্ণ জিতেছেন বাংলাদেশী বংশোদ্ভূত মার্গারিটা মামুন

প্রকাশিত : ১০:৫৭, ২১ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:০২, ২১ আগস্ট ২০১৬

রিও অলিম্পিকে স্বর্ণ জিতেছেন বাংলাদেশী বংশোদ্ভুত মার্গারিটা মামুন। রাশিয়ার হয়ে অংশ নিয়েছেন এই বাংলাদেশী বংশোদ্ভুত তারকা জিমনাস্ট। ১১৬ বছরের খড়া কাটিয়ে মেয়েদের গলফে স্বর্ণ পেলো দক্ষিণ কোরিয়া। ১৫তম দিন শেষে ৪৩টি স্বর্ণ ৩৬টি রৌপ্য ও ৩৭টি ব্রোঞ্জসহ ১১৬টি পদক নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। ২৭টি স্বর্ণ নিয়ে গ্রেট ব্রিটেন দ্বিতীয় আর তৃতীয় স্থানে থাকা চীনের স্বর্ণের সংখ্যা ২৫টি। রিও গেমসের রিদমিক জিমন্যাস্টিক্সের একক অল-অ্যারউন্ড ইভেন্টের স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশী বংশোদ্ভুত রাশিয়ান মিন্যাস্ট মার্গারিটা মামুন। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশী ইয়ানাকে পেছনে ফেলে সর্বমোট ৭৬ দশমিক চার আট স্কোর করে সেরা হন তিনি। মস্কোতে জন্ম নেওয়া মার্গারিটার বাবা আব্দুল্লাহ আল মামুনের বাড়ি রাজশাহীতে। আর তার মা আনা রাশিয়ার সাবেক রিদমিক জিমন্য্স্টা। একম সময় জুনিয়র টিমে বাংলাদেশের হয়ে দর্শকদের মুগ্ধ করেতন মার্গারিটা মামুন। ছেলেদের চার গুণিতক চারশ মিটারে স্প্রিন্টে স্বর্ণ জিততে পারেনি উসাইন বোল্টের দেশ জ্যামাইকা। ২ মিনিট ৫৭ দশমিক তিন শূন্য সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্র। ব্রোঞ্জ জিতেছে বাহামাস। মেয়েদের বাস্কেটবলে স্পেনকে হারিয়ে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। আর রৌপ্য পেয়েছে সার্বিয়া। আর মেয়েদের হ্যান্ডবলে ফ্রান্সকে হারিয়ে অলিম্পিক ইতিহাসে প্রথম স্বর্ণের দেখা পেলো রাশিয়া। ১১৬ বছরের খড়া কাটিয়ে মেয়েদের গলফে স্বর্ণ পেলো দক্ষিণ কোরিয়া। দেশের জন্য এই পদক এনেদেন ২৮ বছর বয়সী ইনবে পার্ক। মেয়েদের পর্বত সাইক্লিং রেসে স্বর্ণ পদক পেয়েছেন সুইডেনের জেনি রিসভেডস। ২২ বছর বয়সী এই অ্যাথলেট এক ঘন্টা ৩০ মিনিট ১৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। পোল্যান্ড পেয়েছে রৌপ্য আর ব্রোঞ্জ জিতেছে কানাডা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি