ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থীরা সরে দাঁড়াতে শুরু করেছেন

প্রকাশিত : ২০:৫২, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৫২, ১১ ফেব্রুয়ারি ২০১৬

usআইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে প্রার্থীতার লড়াইয়ে পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে শুরু করেছেন প্রার্থীরা। এরইমধ্যে রিপাবলিকান দলের থেকে ক্রিস ক্রিস্টি ও কার্রি ফিওরিনাও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রিপাবলিকান দল থেকে মোট ১৭ জন প্রার্থী প্রেসিডেন্ট পদে লড়াই শুরু করলেও দুই রাজ্যের প্রাক-নির্বাচনীর পর এই সংখ্যা ৭ এসে দাঁড়িয়েছে। যদিও বিশ্লেষকরা বেন কার্সন ও জিম গিলমোরকে আগেই বাদ দিয়েছেন নির্বাচনী লড়াই থেকে। তারা বলছেন, মূল প্রতিদ্বন্দ্বীতা হবে ৫ জনের মধ্যে। তবে ডেমোক্রেট থেকে এখনও কেউ সরে দাঁড়ানোর খবর পাওয়া যায়নি। এদিকে নিউ হ্যাম্পশায়ারে জয়ের পর প্রচারণার ধরন পাল্টেছেন রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্রেটের বার্নি স্যান্ডারে প্রচারণা তহবিল প্রায় কয়েকগুণ বেড়েছে। পরের লড়াই হবে দক্ষিণ ক্যারোলিনায়, ২০শে ফেব্রুয়ারি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি