ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মশিহুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:১৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা দফতরের মূল্যায়ন শেষে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন মো. মশিহুর রহমান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ২০১৮ সালে নবাবগঞ্জ উপজেলায় পানিয়া ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিহুর রহমান।

তিনি জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন বলে অনুভুতি ব্যক্ত করেন। পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে তাকে ক্রেস্ট দেওয়া হবে বলে তথ্যটি নিশ্চিত করেছেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. অহিদুজ্জামান।

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি