ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রক্তাক্ত একুশে আগস্ট আজ

প্রকাশিত : ১২:১৬, ২১ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:১৬, ২১ আগস্ট ২০১৬

রক্তাক্ত একুশে আগস্ট আজ, বাংলাদেশের ইতিহাসে আরো একটি কলঙ্কজনক অধ্যায়। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন ২৪ নেতাকর্মী। সভাপতি শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে দলকে নের্তৃত্ব শূন্য করতে, বিএনপি-জামাত জোট সরকারের প্রভাবশালীদের মদদে, এ হামলা চালানো হয় বলে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ, বিকট শব্দে বিস্ফোরণ। মাত্রই বক্তৃতা করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। চারদিকে রক্ত আর আর্তনাদ। আওয়ামী লীগ নেতারা মানববর্ম তৈরি করে বাঁচান প্রিয় নেত্রীকে। শুধু গ্রেনেড হামলা নয়, শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো হয় গুলি। জীবন দিয়ে আওয়ামী লীগ সভাপতিকে রক্ষা করেন নিরাপত্তার দায়িত্বে থাকা মাহবুব। চারদিকে রক্ত, নিথর দেহ আর বঙ্গবন্ধু এভিনিউজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের আর্তনাদ-আহাজারি। সন্ত্রাসবিরোধী সমাবেশেই সন্ত্রাসী হামলা, ঘটনাস্থলেই নিহত হন ২২ নেতাকর্মী। রক্তাক্ত অবস্থায় মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানকে নেয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। আহতদের হাসপাতালে নিতে বাধা দেয় বিএনপি-জামাত জোটের পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। দুই দিন পর মারা যান আরো একজন, সবাইকে কাঁদিয়ে চলে যান আইভি রহমানও। বিভীষিকাময় সেই দিনটির কথা স্মরণ করে আজও শিউরে ওঠেন আহত নেতাকর্মীরা। ওইদিন হামলাকারীদের মূল লক্ষ্যই ছিলো শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূণ্য করা। হাওয়া ভবন থেকে তারেক রহমানসহ বিএনপি-জামাত জোটের নীল নকশায় হামলা চালানো হয় বলে অভিযোগ আওয়ামী লীগের। তিনি মনে করেন, হামলার সঙ্গে জড়িত ও এর পেছনের কুশীলবদের শাস্তি হলে এ ধরনের রাজনৈতিক অপরাধ ঘটাতে আর কেউ সাহস পাবে না।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি