ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রিও অলিম্পিকের শেষ দিনে বক্সিংয়ে দু’টি স্বর্ণ পদক পেয়েছে উজবেকিস্তান

প্রকাশিত : ০৯:৫৯, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৫৯, ২২ আগস্ট ২০১৬

রিও অলিম্পিকের শেষ দিনে বক্সিংয়ে দু’টি স্বর্ণ পদক পেয়েছে উজবেকিস্তান। আর ৪৬টি স্বর্ণ ও ৩৭টি রৌপ্য এবং ৩৮টি ব্রোঞ্জ সহ ১২১ টি পদক নিয়ে শীর্ষস্থান দখল করেছে যুক্তরাষ্ট্র। ২৭ স্বর্ণ, ২৩টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জসহ ৬৭ টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। এরপরেই আছে চীন, ২৬টি স্বর্ণ, ১৮টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জসহ তারা পেয়েছে ৭০টি পদক । এদিকে শেষ দিনে পুরুষদের ৬৪ কেজি ওজন শ্রেণী বক্সিংয়ে আজারবাইজানের লরেনজো স্টমায়োরকে হারিয়ে স্বর্ণ জিতেছে উজবেকিস্তানের ফাজলিদিন গাইভনাজারোভ। আর ৫২ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন উজবোিকস্তানের শাখোবিদিন জোইরোভ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি