ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

নেদারল্যান্ডের ফুটবলার রাফায়েলের জন্মদিন আজ

প্রকাশিত : ২০:২৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:২৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬

রাফায়েল ফার্দিনান্দ ভ্রাট নেদারল্যান্ডের পেশাদার ফুটবলার। বর্তমানে মাঠ মাতাচ্ছেন রিয়াল বেটিস ক্লাবে এটাকিং মিডফিল্ডার হিসেবে। রাফায়েলের জন্ম ১৯৮৩ সালে আজকের এই দিকে নেদারল্যান্ডের হেমশার্ক শহরে। রাফায়েল ফার্দিনান্দের ৩৩তম জন্মদিনে তাঁর ফুটবল ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। রাফায়েল ফার্দিনান্দ ভ্রাট। তবে, সবার কাছে রাফায়েল নামেই বেশি পরিচিত এই ডাচ ফুটবলার। খুব কম সময়ে ফুটবলে অসাধারণ দক্ষতা দেখিয়ে নজর কেড়েছেন দর্শকদের কাছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিল তাঁর। রাফায়েল ১৯৮৭ সালে প্রথম মাঠে নামেন ডি কেনেমার্স ক্লাবের জার্সি গায়ে। আর এই ক্লাবের হয়ে খেলেন ১৯৯৩ সাল পর্যন্ত। এরপর যোগদেন আযাক্স ক্লাবে। যুব ক্যারিয়ারে আযাক্স ক্লাবে খেলার সময় ম্যানেজারের নজর কাড়লে ডাক পেয়েছেন বয়সভিত্তিক দলে। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। পাঁচ মৌসুমে ১১৭ ম্যাচ খেলে গোল করেছেন ৫২টি। ২০০৫ সালে নতুন করে যোগদেন হামবুর্গ এসভি ক্লাবে। এই ক্লাবে খেলেন তিন মৌসুম। রাফায়েল ক্যারিয়ারে ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০৮ সালে চুক্তিবদ্ধ হন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। খেলেন দুই মৌসুম। এরপর চলে যান টটেনহাম ক্লাবে। টটেনহাম  ক্লাবের হয়ে ৬৩টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ২৪টি। আর ২০১২ সালে আবারো ডাক পেয়েছেন পুরনো ক্লাব হামবুর্গ এসবিতে। খেলেন ২০১৫ সাল পর্যন্ত। ২০১৫ সাল থেকে রিয়াল বেটিসের হয়ে এখনো খেলে যাচ্ছেন এই ডাচ ফুটবলার। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সি গায়েও মাঠ মাতিয়েছেন রাফায়েল। খেলেন নেদারল্যান্ড অনুর্ধ্ব- ১৭, ১৯ ও ২১ দলে। ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলে নেদারল্যান্ডের জাতীয় দলের জার্সি গায়ে। ১২ মৌসুমে ১০৯ ম্যাচ খেলে গোল করেছেন ২৫টি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি