ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মাত্র ৭’শ টাকার জন্য শিশুকে অমানুষিক নির্যাতন

প্রকাশিত : ১০:২৮, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:২৮, ২২ আগস্ট ২০১৬

মাত্র ৭’শ টাকা চুরির অপবাদ দিয়ে ঝিনাইদহে পিয়াস নামের এক শিশুকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে দোকান মালিক তেজারত হোসেনের বিরুদ্ধে। আহত পিয়াসকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। তবে ঘটনার পর থেকে পলাতক দোকান মালিক। শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় শিশু পিয়াস। এখনও তার চোখে ভয়ের ছায়া। পিয়াসের বাড়ি কালীগঞ্জের চাপাতলা গ্রামে। ঝিনাইদহে খালার বাড়িতে থেকে সপ্তাহে একশ’ টাকা মজুরিতে কাজ করতো তেজারত ইলেক্ট্রনিক্সে। শনিবার সন্ধ্যার পর দোকানের মালিক তেজারত হোসেন ৭শ’ টাকা চুরির অপবাদ দিয়ে নির্যাতন চালায় তার ওপর। পরে আশপাশের দোকানীরা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পিয়াসকে। শিশু নির্যাতনের এ ঘটনায় স্বজনদের সাথে হতবাক আশপাশের দোকানীরাও। চিকিৎসক বলছেন, পিয়াসের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর গা-ঢাকা দিয়েছে তেজারত হোসেন। তাকে  গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি