ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আউটসোর্সিং-এ আছে প্রায় পাঁচ হাজার ধরনের কাজ

প্রকাশিত : ১০:৪১, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:৪১, ২২ আগস্ট ২০১৬

আউটসোর্সিং-এ বিশ্ববাজারে প্রায় পাঁচ হাজার ধরনের কাজ আছে; যার মধ্যে হাতেগোনা কয়েকটির জন্য প্রয়োজন হয় বিজ্ঞান বিষয়ে পড়াশোনার । হাতেকলমে আউটসোর্সিং শেখানোর জন্য তাই গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান, যেখান থেকে প্রয়োজনীয় দক্ষতা অজর্ন করছেন অনেকেই । বাংলাদেশের মোট জনসংখ্যার ৩২ শতাংশের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে । কর্মসমার্থ্যের এই সম্ভবনাকে পরিসংখ্যানের ভাষায় বলাহয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট । তারুণ্য নির্ভর এই জনগোষ্ঠিকে কাজে লাগিয়ে বর্তমানে তথ্যপ্রযুক্তি খাত থেকে দেশের রপ্তানী আয় ছাড়িয়েছে তিন হাজার কোটি টাকা, যার মধ্যে প্রায় ৮০০ কোটি টাকা এসেছে আউটসোর্সিং খাত থেকে। জনপ্রিয়তার দিকটি বিবেচনা করে সরকারী এবং বেসরকারী উদ্যোগে চালু রয়েছে বিভিন্ন মেয়াদের আউটসোর্সিং প্রশিক্ষন কোর্স ।  ধরন বুঝে এবং নিজের পছন্দমত বিষয়কে বেছে নিয়ে অনেকেই নেমে পড়তে পারেন কাজে। তবে প্রশিক্ষনটাই শেষ কথা নয়; আউটসোর্সিং পেশায় সাফল্যের জন্য প্রয়োজন উদ্যোক্তা হওয়া । এজন্য শুরু থেকেই একজন ফ্রিল্যান্সারের সুস্পষ্ট পরিকল্পনা তৈরীর পরামর্শ বিশেষজ্ঞদের । বিশেষজ্ঞরা বলছেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বিরল সুযোগটিকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তি নির্ভর পেশাজীবি গড়ে তুলতে পারলে; প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের শ্রেষ্ঠ দশজাতির একটি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি