ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

২১ আগস্ট গ্রেণেড হামলা মামলা ভিন্নখাতে নিতে সব অপচেষ্টা ব্যর্থ করে দেয়, মুফতি হান্নানের জবানবন্দি

প্রকাশিত : ১১:৫০, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৫০, ২২ আগস্ট ২০১৬

একুশে আগস্ট গ্রেণেড হামলা মামলা ভিন্নখাতে নিতে বিএনপি-জামাত জোট চক্রের সব অপচেষ্টা ব্যর্থ করে দেয়, মুফতি হান্নানের জবানবন্দি। বেরিয়ে আসে নেপথ্যের ক্রীড়নকদের কথা। তবে, এর পরবর্তী সময়েও মামলার তদন্ত স্বাভাবিক গতিতে হয়নি- এমন অভিযোগ গবেষক ও রাজনীতি বিশ্লেষকদের। তবে, যথাসময়েই মামলার বিচার শেষ হবে বলে আশা, রাষ্ট্রপক্ষের কৌসুলীর। ২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মুহুর্তেই মৃত্যুপুরিতে পরিণত হয় বঙ্গবন্ধু এভিনিউ। নিরাপত্তার এমন বেষ্ঠনী থাকলেও, নির্বিঘ্নে চলে যায় ঘাতকরা। একইভাবে এঘটনায় দায়ের করা মামলাও ভিন্নখাতে নিতে, শুরু থেকেই হেন চেষ্টা নেই যা করেনি বিএনপি জামাত জোট সরকার- এমন অভিযোগ গবেষক ও রাষ্ট্রপক্ষের কৌশলীর। কিন্তু, এক পর্যায়ে গণমাধ্যম ও প্রমাণ্য চলচ্চিত্রে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের বর্ণনায় উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। মুফতি হান্নানের এমন জবানবন্দি প্রকাশ হলে নড়ে চড়ে বসেন মামলার তদন্ত কর্মকর্তারা। অবশেষে ২০১১ সালের ৩ জুলাই সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। তবে এই কুশিলবদের নাম যথাসময়ে উঠে আসলে মামলার তদন্তও যেমন গতি পেত, তেমনি বিচারও শেষ হতো বলে মনে করেন পর্যবেক্ষকরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি