ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে স্কুলগামী ছেলেমেয়েদের মাঝে বিতরণ করা হয়েছে সাইকেল

প্রকাশিত : ২২:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬

লাইফ সাইকেল বাংলাদেশ এর আয়োজনে রাজধানীতে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় সুবিধা বঞ্চিত পরিবারের স্কুলগামী ছেলেমেয়েদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ. জে. গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, সমাজের বিত্তবানরা এ ধরনের কার্যক্রমে এগিয়ে এলে, সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটবে। এ সময় অন্যান্যের মাঝে আরও ছিলেন কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল এএমএম খাইরুল বাশার, ভাইস-প্রিন্সিপ্যাল আনোয়ার হোসেন, স্কুলের পরিচালক মামুনুর রশিদ ও লাইফ সাইকেল বাংলাদেশ এর হেড অব্ধসঢ়; কান্ট্রি অপারেশন এ.বি সিদ্দিকি তাজ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি