ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে

প্রকাশিত : ১৪:২৩, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২৩, ২২ আগস্ট ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত অফিসে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এই আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আজ থেকে আগামী ৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। টাকা জমা দেয়ার শেষ তারিখ ৮ সেপ্টেম্বর। এদিকে এবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিভাগে মোট ২০০ আসন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য। এছাড়া একটি বিভাগ ও নতুন তিনটি প্রোগ্রামও খোলা হয়েছে বলে জানান তিনি। ভর্তি পরীক্ষা শুরু হবে ২৩শে সেপ্টেম্বর থেকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি