ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

প্রকাশিত : ১৪:২০, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২০, ২২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ উদ্ধারে আগামী মাসে ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হকসহ বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সংবাদ মাধ্যম ফিলস্টারকে এ কথা জানান ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। তিনি আরো জানান, ২৮শে থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ম্যানিলা সফর করবে দলটি। এ দলে আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও থাকবেন বলে ধারণা করা হচ্ছে। চুরি হওয়া অর্থ উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে তাগিদ দেবেন তারা। এদিকে অর্থ উদ্ধারে আবারও শুনানি শুরু করার জন্য ফিলিপাইনের সিনেট কমিটির কাছে আবেদন করেছেন জন গোমেজ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি