ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সফল অস্ত্রোপচারের পর দেশে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান

প্রকাশিত : ১৮:৪৬, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ২২ আগস্ট ২০১৬

লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে বাম কাঁধে সফল অস্ত্রোপচারের পর দেশে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সম্পূর্ণভাবে সুস্থ হয়ে মাঠে ফিরতে তার সময় লাগবে ৫ থেকে ৬ মাস। আর মাঠে ফেরার পূর্ণবাসন প্রক্রিয়া শুরু করতে চার সপ্তাহ সময় লাগবে। এর আগ পর্যন্ত বিশ্রামে থাকবেন বলে জানালেন মুস্তাফিজ। ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলতে লন্ডনে গিয়েছিলেন মুস্তাফিজ। নিজের প্রথম ম্যাচে দারুন চমক দেখালেও দ্বিতীয় ম্যাচেই কাঁধে চোট পান বাংলাদেশের এই কাটার মাস্টার। এরপর খেলতে পারেননি আর কোনো ম্যাচ। ১২ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে সার্জন ওয়ালেস অস্ত্রোপচার করেন তার কাঁধে। সোমবার দেশে ফিরে বিমানবন্দরে সুস্থতার কথা জানিয়েছেন নিজেই। সম্পূর্ণভাবে সুস্থ হয়ে মাঠে ফিরতে পাঁচ মাসের মত সময় লাগতে পারে তার। আসন্ন ইংল্যান্ড সিরিজে খেলতে পারবেন না বলে দু:খ থেকেই গেল মুস্তাফিজের। আপাতত পুর্নবাসন-প্রক্রিয়ায় মনোযোগ দিতে চান এই কাটার মাস্টার। আর চার সপ্তাহের পর পুনর্বাসনের কাজ একটু একটু করে বাড়তে থাকবে বলে জানান মুস্তাফিজ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি