ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় অস্ত্র ও ট্রাকসহ ৮ ডাকাত আটক, কিশোরগঞ্জে ঘটেছে ডাকাতির ঘটনা

প্রকাশিত : ১৮:৪৪, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৪৪, ২২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

নওগাঁর রানীনগর থেকে অস্ত্র ও ট্রাকসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে  কিশোরগঞ্জের ভৈরবের স্টেডিয়াম পাড়ায় একটি বাসায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নওগাঁর বোগারবাড়ী মোড় স্থান থেকে অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করা হয়। ডাকাতরা সবাই বগুড়া জেলার বাসিন্দা। রানীনগর থানার ওসি জানান, ডাকাতরা উপজেলার মিরাট ইউনিয়নের বোগারবাড়ী মোড়ে ডাকাতির পরিকল্পনা করতে আসে। এ সময় পুলিশ জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে রানীনগর থানায় ডাকাতির মামলা হয়েছে। এদিকে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের স্টেডিয়াম পাড়ায় মাদ্রাসা প্রিন্সিপাল কাজী জহিরুল ইসলামের বাসায় দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা বাসার লোকজনকে হাত-পায়ে বেধেঁ ২৫ লাখ টাকার মালামাল লুট করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি