ঈদের আগাম টিকেট বিক্রি শুরু
প্রকাশিত : ০৯:৩৮, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৩৮, ২৩ আগস্ট ২০১৬
পবিত্র ঈদুল আযহা সামনে রেখে বাসে বাড়ি যাবার আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই রাজধানীর বিভিন্নস্থানে কাউন্টারগুলোতে দেখা গেছে উপচে পড়া ভীড়। অনেকেই গতকাল সন্ধ্যার পর থেকেই টিকেট সংগ্রহের জন্য কাউন্টারে যান। টিকিট বিক্রি শুরু হয় আজ সকাল ৬টায়। গাবতলী, আসাদগেট, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকার কাউন্টারে প্রথম দিনে বিক্রি হচ্ছে ৮ সেপ্টেম্বরের টিকেট।
প্রিয় স্বজনের সাথে ঈদ করবেন। ভাগাভাগি করবেন ঈদকে ঘিরে যত আনন্দ। তাইতো গভীর ঘুমের ঘোরে যখন গোটা রাজধানীবাসী; তখন এই মানুষগুলো নিদ্রাহীন চোখে ঠাঁই দাঁড়িয়ে বাস কাউন্টারে।
স্বপ্নের কাঙ্খিত টিকেট পাওয়ার আশায় এদের কেউ বা এসেছেন গতকাল সন্ধ্যায় আবার কেউবা মধ্যরাতে। একটাই আশা, বাড়ি যাবার টিকেট হাতে পাওয়া।
অফিস কামাই দিয়ে টিকেট কাটা যাবে না, তাই অনেকেই সকালে টিকেট কেটে দিনে অফিস করতে ভুলে থেকেছেন ঘুমের কথা।
কখন রাত পোহাবে কখন হাতে পাবে টিকেট সেই অপেক্ষা কিছুটা ভুলে থাকতে রাতভর কেউ কেউ খেলেছেন লুডু। আবার কেউবা চোখ বুলিয়েছেন খবরের কাগজে। কেউ সময় কাটিয়েছেন মোবাইল ফোনে গেমস খেলে। তবুও এক মুহুর্তের জন্যে দু’চোখের পাতা এক করেননি এদের কেউই।
এবার ঈদ যাত্রার প্রায় তিন সপ্তাহ আগে শুরু হলো টিকেট বিক্রী।
আরও পড়ুন