বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী মঞ্চায়ন হলো “আমি ও রবীন্দ্রনাথ”
প্রকাশিত : ২২:২৮, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:২৮, ১১ ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে উদ্বোধনী মঞ্চায়ন হলো প্রাঙ্গনেমোরের নতুন নাটক “আমি ও রবীন্দ্রনাথ” । নূনা আফরোজের রচনা ও নির্দেশনায় নাটকটিতে চারটি ভিন্ন বয়সী রবীন্দ্রনাথকে দেখান হয়েছে । শুক্রবার নাটকটির আরো একটি মঞ্চায়ন হবে ।
লেখকের মনের কথা যখন পঠকের মনের কথা হয়ে যায়, তখন এক অবিচ্ছেদ্দ্য বন্ধনে আবদ্ধ হয় দুপক্ষ । সেই অদৃশ্য মিথোস্ক্রিয়ার উপর ভর করেই প্রাঙ্গনেমোরের নতুন নাটক “আমি ও রবীন্দ্রনাথ” ।
রবীন্দ্রগুন মুগ্ধ অথৈ কুঠিবাড়িতে বেড়াতে গিয়ে আবিষ্কার করেন চারটি ভিন্ন বয়সী রবীন্দ্রনাথকে । ২১,২৯,৬৯ আর ৮০ বছর বয়সী রবীন্দ্রনাথের সাথে ভক্তের কথোপকথনে স্পস্ট করার চেষ্টা চলে রবীন্দ্রনাথের সৃষ্টি আর ব্যক্তিজীবনের নানা দিক। নির্দেশকের ভাষ্যমতে সত্যিকারের তথ্যাবলী নিয়ে, একটি ফ্যান্টাসি ।
আগামী ১২-ফেব্রুয়ারি নাটকটির আরো একটি মঞ্চায়ন হবে একই সাথে নাটকটি দেশের বাইরেও প্রদর্শীত হবে বলে জানালেন নির্দেশক নূনা আফরোজ
আরও পড়ুন