ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারত-বিরোধী কার্যকলাপে মিয়ানমারের মাটিকে ব্যবহার করতে দেয়া হবে না

প্রকাশিত : ১৪:৫১, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৫১, ২৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

মিয়ানমারের মাটিকে ভারত-বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়া হবে না বলে আশ্বস্ত করেছেন দেশটির স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী আং সান সু চি। রাজধানী নেপিদো’তে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সুচি সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দু’দেশই তৎপর হওয়ার কথা বলেন। এছাড়া কৃষি এবং বাণিজ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো নিয়ে দেশটির শীর্ষ নেতাদের সাথেও বৈঠক করেন সুষমা স্বরাজ। সু চির নেতৃত্বাধীন সরকার নতুন বাণিজ্যনীতি ঘোষণা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মিয়ানমারে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম সেদেশে গেলেন ভারতের কোন শীর্ষ নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি