ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভয়েস অব আমেরিকাকে প্রধানমন্ত্রী

দেশে ঋণখেলাপির সংস্কৃতি শুরু করেন জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:২৩, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেছিলেন সেনাশাসক জিয়াউর রহমান। ভয়েস অব অ্যামেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে মার্কিন এই গণমাধ্যম প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেয়। প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারে দেশের নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি, উন্নয়ন, বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক এসব বিষয় উঠে আসে।

দেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সঠিক পরিকল্পনায় এগিয়ে চলছে বাংলাদেশের অর্থনীতি। জিডিপির প্রবৃদ্দি আজ সাড়ে ৭ শতাংশ ছাড়িয়ে। দেশের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে।

ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত রকমের সুযোগ দেওয়ার, আমরা তাদের সেক্টরকে দিয়ে দিচ্ছি। তবে কাজ করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো যে কথাগুলো আসে, হ্যাঁ সে সমস্যা হয়তো থাকতে পারে। কিন্তু সেই সমস্যা কি আমার অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারছে? তা তো পারছে না।

ভারতের বিভিন্ন রাজ্য থেকে অবৈধ অভিবাসীদের বাংলাদেশে পাঠানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি তো মনে করি না যে, আমাদের কোনো অবৈধ বাংলাদেশি সেখানে আছে। আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট মজবুত; তারা সেখানে গিয়ে কেন অবৈধ হবে? এটি তাঁদের পলিটিক্স।

বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিষয়টি নিয়ে তাঁদের প্রাইম মিনিস্টারের সঙ্গে, আমার কথা হয়েছে। তিনি বলেছেন, না, কাউকে ফেরত পাঠানোর চিন্তা তাদের নেই।

সূত্র : ভয়েস অব অ্যামেরিকা।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি