ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে ভৈরবে নানা কর্মসূচী

প্রকাশিত : ০৯:২২, ২৪ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:২২, ২৪ আগস্ট ২০১৬

আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে গ্রামের বাড়ী ভৈরবে নানা কর্মসূচীর আয়োজন নেয়া হয়েছে । ১৯৪৪ সালের ৭ই জুলাই ভৈরব শহরের চন্ডিবের গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। বাবা মরহুম জালাল উদ্দিন আহমেদ ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন। মা হাসিনা বেগম গৃহিনী। আট বোন, চার ভাইয়ের মধ্যে আইভি ছিলেন পঞ্চম। ১৯৫৮ সালের ২৭ জুন নবম শ্রেণীতে পড়ার সময় আওয়ামীলীগ নেতা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথে বিয়ের পর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। ভৈরবসহ দেশের বিভিন্ন জায়গায় নারীদের উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। আইভি রহমানসহ একুশে আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের বিচার দ্রুত শেষ করে অপরাধীদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছেন
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি