ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

প্রকাশিত : ১০:১৩, ২৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:১৩, ২৪ আগস্ট ২০১৬

দেশে নারীদের সুরক্ষায় বিভিন্ন আইন থাকলেও, বন্ধ হচ্ছে না নারীর প্রতি সহিংসতা। হত্যা, ধর্ষণ, পরিবারে নির্যাতন পরিণত হয়েছে স্বাভাবিক ঘটনায়। আর তাই নারী নির্যাতন রোধে আইনের প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিলেন মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। এমন বাস্তবতায় আজ ২৪ আগষ্ট সারাদেশে পালিত হচ্ছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস। সাথী। বাবা- মা ছেড়ে যাওয়ায় একাই পথ চলতে শুরু করে। হঠাৎই ঘটে দুর্ঘটনা। গণধর্ষণের শিকার হয় সে। সব কিছু পেছনে ফেলে প্রতিনিয়ত তার চোখে ভেসে উঠে কুৎসিত দিকটি। সাথীর মতো এমন ঘটনা সমাজে ঘটছে অহরহ। বন্ধ হচ্ছে না নারীর প্রতি সহিংসতা। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে শুধু ধর্ষণের ঘটনা ঘটে ৪৯০টি। ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা, মেডিকেল টেস্ট, বিচারের দীর্ঘসূত্রিতায় অনেক নারীই সঠিক বিচার পায়না বলে মনে করেন মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক। ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে কয়েকজন পুলিশ সদস্য ধর্ষণের পর হত্যা করে। এ’ ঘটনায় উত্তাল হয়ে উঠে সারাদেশ। সেই থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে দিবসটি পালিত হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি