ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ১০:১৩, ২৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:১৩, ২৪ আগস্ট ২০১৬

আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি। তিনদিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে ২৪ আগষ্ট মৃত্যুর কোলে ঢলে পড়েন মুক্তিযুদ্ধসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে অসামান্য ভূমিকা রাখা এই নারী। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় গ্রেনেড হামলা। মুহুর্তেই মাটিতে লুটিয়ে পড়েন অসংখ্য নেতাকর্মী। ঘটনাস্থলে নিহত হয় ২২ জন। গ্রেনেডের স্পি­ন্টারের আঘাতে গুরুতর আহত হন আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান। বর্বরোচিত হামলায় নিরব নিথর হয়ে যায় রাজপথে আন্দোলন সংগ্রামের এই সাহসী মুখ। অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নেন আইভি রহমান। প্রখর ব্যক্তিত্বসম্পন্ন আইভি রহমান একদিকে যেমন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ছিলেন স্বামী জিল্লুর রহমানের মতই নিষ্ঠাবান, তেমনি নারী অধিকারের প্রশ্নে আপোষহীন। তিনি মহিলা আওয়ামী লীগের যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি জাতীয় মহিলা সংস্থায় কাজ করেছেন সুচারুভাবে। ঢাকা কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন ও হাসিনা বেগমের মেয়ে জেবুন নাহার আইভি ১৯৩৪ সালে কিশোরগঞ্জের ভৈরবে জন্ম নেন। ১৯৫৮ সালে তার বিয়ে হয় জিল্লুর রহমানের সঙ্গে। শুধু ব্যক্তিগত জীবনই নয়, রাজনীতির মাঠেও দু’জন থেকেছেন পাশাপাশি; পথ চলেছেন হাতে হাত রেখে। তবে, আইভি রহমান দেখে যেতে পারেননি স্বামী জিল্লুর রহমানের রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়ার দৃশ্য। আর জিল্লুর রহমানও ২০১১ সালে চলে গেছেন না ফেরার দেশে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি