ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে চলছে নিষিদ্ধ গাইড বইয়ের রমরমা ব্যবসা

প্রকাশিত : ০৮:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০১৬

নিষেধাজ্ঞা অমান্য করে নাটোরে চলছে নিষিদ্ধ গাইড বইয়ের রমরমা ব্যবসা। আসাধু চক্রের এই তৎপরতার সাথে জড়িয়ে পড়ছেন স্কুল শিক্ষকরাও। অভিভাবকদের অভিযোগ, বুক লিস্টে অন্তর্ভূক্ত হওয়ায়, অনেকটা বাধ্য হয়েই কিনতে হচ্ছে গাইড বই। ওদিকে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা বিভাগ। নতুন শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন প্রকাশনীর গাইড বই বিক্রির হিড়িক পড়েছে নাটোরে। বইয়ের দোকানে বিক্রি হচ্ছে স্থানীয় স্কুলগুলোর বুকলিস্টে দেয়া নির্ধারিত প্রকাশনার গাইড বই। অভিভাবকরা বলছেন, প্রয়োজন না থাকলেও শিক্ষকদের রেফারেন্স উল্লেখ করায় এসব প্রকাশনীর গাইড, নোট, গ্রামার বই কিনছেন বাধ্য হয়েই। বিক্রেতারা বলছেন, স্কুলগুলোর নির্দেশনা অনুযায়ীই বই বিক্রি করছেন তারা। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, বিভিন্ন প্রকাশনার প্রতিনিধিদের কাছ থেকে আর্থিক ফায়দার বিনিময়ে তাদের বই বুকলিস্টে অন্তর্ভূক্ত করা হয়। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছে স্কুলগুলোর কর্তৃপক্ষ। এদিকে, গাইড বই বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। শিক্ষাথীদের কাছে এসব নিষিদ্ধ গাইড বই বিক্রি বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে, এমনই প্রত্যাশা ছাত্র-ছাত্রী-অভিভাবকদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি