ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছেঃ হানিফ

প্রকাশিত : ১৪:৫৪, ২৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৫৪, ২৪ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বুধবার সকালে বনানী কবরস্থানে গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, তৎকালীন সরকারের পৃষ্টপোষকতায় এই হামলা চালানো হয়। দেশকে নেতৃত্ব শূন্য করছে তারা এই হামলা চালিয়েছেন। সরকারের গাফলতিতে মামলার কার্যক্রম ধীরগতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এসময় তার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি