ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রপতি আজ নেত্রকোনায় লোকসংস্কৃতি উৎসব উদ্বোধন করবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৩, ৩ অক্টোবর ২০১৮

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ আজ (বুধবার) নেত্রকোনা সফরে যাবেন। তিনি প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া মাঠে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসব-২০১৮ উদ্বোধন করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন গণমাধ্যমকে  এ কথা জানান।

প্রেস সচিব আরও জানান, সফরকালে রাষ্ট্রপতি জেলা শহরের পুরাতন হাসপাতাল রোডে শেখ কামাল আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জানা গেছে, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম (জিএমসিএফ) এই উৎসবের আয়োজন করেছে। উৎসবে বিভিন্ন দেশের বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও শিল্পীবৃন্দ অনুষ্ঠানে যোগ দিবেন।

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। নেত্রকোনা জেলা প্রশাসন নিরাপত্তাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলার সর্বস্তরের মানুষ রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে অধির আগ্রহে অপেক্ষা করছে।

সূত্র: বাসস।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি