ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ভূমিকম্পে কেঁপে উঠলো ইতালি, ৪ শহড় ক্ষতিগ্রস্থ, নিহত ৬

প্রকাশিত : ১৫:০৬, ২৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:০৬, ২৪ আগস্ট ২০১৬

দুই দফা শক্তিশালি ভূমিকম্পে কেঁপে উঠলো ইতালি। এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি শহরে ভবন ধস, ভূমিধ্বসসহ, সড়ক সেতু ভেঙ্গে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি হয়ে কমপক্ষে ৪টি শহর। আশংকা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে আরো অনেকে। স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩টা ৬ দশমিক ২ মাত্রর ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি। ঘুমন্ত মানুষগুলোর ওপর নেমে এলো ভয়ংকর বিপর্যয়। ধসে পড়ে ভবনসহ বিভিন্ন স্থাপনা। বাড়তে থাকে নিহতের সংখ্যা। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে অনেকে। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণের পেরুগিয়া শহর থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ১০ কিলোমিটার। এর ঘণ্টার মাথায় আবারও ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। থেমে থেমে কয়েক দফায় চলে এ আফারশক। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাহাড়ী শহর আমিত্রাসে। শহরটির প্রায় অর্ধেকেও বেশি অংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। অনেকই চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভূমিধস ও সেতু ভেঙ্গে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরটি। এছাড়া আকুমোলি, পোস্তা ও আরকোয়াটা ডেল ট্রন্টো শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উৎপত্তিস্থল থেকে দেড়শ কিলোমিটার দূরে হলেও কম্পন অনুভূত হয় ঐতিহাসিক শহর রোম  এবং ভেনিসেও। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এরইমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন শহরে পাঠানো হয়েছে হেলিকপ্টার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি