ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সুইডেনের ফুটবলার কিম কালস্ট্রোমের জন্মদিন আজ

প্রকাশিত : ১৫:১১, ২৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১১, ২৪ আগস্ট ২০১৬

সুইডেনের পেশাদার ফুটবলার কিম কালস্ট্রোম। বর্তমানে গ্রাসহোপার ক্লাবে খেলছেন এই মিডফিল্ডার। ১৯৮২ সালে আজকের এই দিনে সুইডেনের সান্ডভিকেন শহরে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম কিম মাইকেল কালস্ট্রোম। তবে, দর্শক ও সহকর্মীরা কালস্ট্রোম নামেই জানেন তাকে। বাবা মা দুজনই ছিলেন পেশাদার ফুটবলার। আর তাদের অনুপ্রেরণায় তিনিও পেশায় বেছে নেন ফুটবলকে। মাত্র চার বছর বয়সে ১৯৮৬ সালে সান্ডভিকেন আইএফ ক্লাবে যোগদেন তিনি। এই ক্লাবে খেলেন ১৯৮৯ সাল পর্যন্ত। ১৯৯০ সালে নতুন করে মাঠে নামেন পার্টলি আইএফ ক্লাবে। যুব ক্যারিয়ারে এই্ধসঢ়; ক্লাবে খেলেছেন ছয় মৌসুম। এরপর এক মৌসুমের জন্য মাঠ মাতিয়েছেন বিকে হ্যাকেন ক্লাবে। যুব ক্যারিয়ারে বিকে হ্যাকেন ক্লাবে খেলার সময় ম্যানেজারের নজর কাড়লে সুযোগ পেয়েছেন বয়সভিত্তিক দলেও। ক্যারিয়ারে ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০৩ সালে খেলেন রেনেস ক্লাবে। ২০০৬ সালে চুক্তিবদ্ধ হন লিওন ক্লাবের সঙ্গে। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ২০১২ সাল পর্যন্ত খেলেন ২০৪ ম্যাচ। এছাড়া খেলেন স্পার্তাক মস্কো, ও আর্সেনাল ক্লাবে। ২০১৫ সাল থেকে খেলে যাচ্ছেন গ্রোসহোপার ক্লাবে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি। খেলেন সুইডেন অনুর্ধ্ব-১৬,১৮ ও ২১ দলে। আর ২০০১ সাল থেকে খেলে যাচ্ছেন সুইডেনের জাতীয় দলে। জাতীয় দলের হয়ে ১৩১টি ম্যাচ খেলে গোল করেছেন ১৬টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি