ইতালিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫৯ জন
প্রকাশিত : ০৯:৪৮, ২৫ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৪৮, ২৫ আগস্ট ২০১৬
ইতালিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। আহত হয়েছে সাড়ে ৩শ’র বেশি। এখনও ধ্বংসস্তুপের নিচে আটক পড়ে আছে অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা করছে কর্তৃপক্ষ। গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
ধসে পড়া ভবনের নিচ থেকে বাঁচার আকুতি ৮০ বছর বয়সী এই নারীর। দীর্ঘ চেষ্টার পর শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা ৪৭ বছর বয়সী মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি।
মঙ্গলবার রাতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর ইতালির বিভিন্ন শহরে এখনও ধ্বংসস্তুপের নিচ থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন অনেকে। সময় যতই বাড়ছে বেঁচে থাকার সম্ভাবনা ততই কমছে। তাই উদ্ধারকর্মীরাও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে ভূমিধস ও রাস্তা ভেঙ্গে যাওয়ায় পাহাড়ী এলাকাগুলোতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
এদিকে আড়াই হাজার মানুষের শহর আমাত্রিস এখন ধ্বংসস্তুপ। শহরটির তিন চতুর্থাংশ এলাকা পুরোপুরি ধংস হয়ে গেছে। কেবল মাত্র ১৩তম শতাব্দির বেল টাওয়ারে ৩টা ৩৯ মিনিটে থমকে রয়েছে ঘড়ির কাটা।
আকুমোলি, পোস্তা, আরকোয়াটা ডেল ট্রন্টোসহ বিভিন্ন শহরের হাজার হাজার মানুষ এখন গৃহহারা।
স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে মধ্য ইতালি। ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণের পেরুগিয়া শহর থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। উত্তরে বলোনিয়া থেকে দক্ষিণে নেইপলস পর্যন্ত অনুভূত হয় এই কম্পন।
আরও পড়ুন