ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সামরিকখাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও সৌদি আরব

প্রকাশিত : ১৩:৩২, ২৫ আগস্ট ২০১৬ | আপডেট: ২০:১৯, ২৫ আগস্ট ২০১৬

সামরিকখাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও সৌদি আরব। বৃহস্পতিবার সকালে গণভবনে, সফররত সৌদি আরবের সহকারি-প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল আইশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তারা এ’ বিষয়ে আলোচনা করেন। সৌদি আরবের সামরিক অবকাঠামো, এয়ার ফিল্ড ও সামরিক বাংকার নির্মাণে বাংলাদেশের কাছে চাওয়া সহযোগিতা সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানান শেখ হাসিনা। সৌদী আরবের সহকারি মন্ত্রী তার দেশের বিমান বাহিনীর উন্নয়নে বাংলাদেশের কাছ থেকে কারিগরি সহযোগিতা নেয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি