ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের উদ্যোগে উন্নয়ন মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ৪ অক্টোবর ২০১৮

“উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রত্যয়কে সামনে রেখে তিন দিনব্যাপী বাংলাদেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরা হয়েছে। বর্তমান সরকারের ক্রমবর্ধমান উন্নয়ন কর্মকাণ্ড ও সফলতা প্রচার ও প্রসার তুলে ধরার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের সরকাররিদপ্তরসমূহ দিনের শুরুতে র‌্যালি প্রদর্শনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে দেশব্যাপী একযোগে এই মেলার উদ্বোধন ঘোষণা করেন।

মেলায় দেশব্যাপী সব দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিও প্রদর্শন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সব দপ্তরের ন্যায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর ৬৪টি জেলা কার্যালয়ের মাধ্যমে এই মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তন্মধ্যে ঢাকা জেলার বিসিকের সক্রিয় অংশগ্রহণ এবং শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ অন্যান্য দপ্তরসমূহের অংশগ্রহণের মাধ্যমে মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যাদি এ মেলায় ব্যাপক প্রচার ও প্রচারণা অব্যাহত রয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি