ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

শ্রমিকদের নূূ্যনতম মজুরির নিশ্চয়তা ও ট্রেড ইউনিয়নের অধিকার প্রদানের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর কাছে সুস্পষ্ট অঙ্গীকার চায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (বিটিইউসি)। তাই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও জোরদার করতে ঢাকায় সমাবেশ ডেকেছে বিটিইউসি।

আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে মিছিল ও শ্রমিক সমাবেশ করা হবে। এতে সারাদেশ থেকে শ্রমিক-কর্মচারীরা অংশ নেবেন বলে ট্রেড ইউনিয়ন কেন্দ্র জানিয়েছে।

সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি